ডেস্ক রিপোর্ট : ১০ তলাবিশিষ্ট অত্যাধুনিক রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার (১৬ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমপ্লেক্স ভবনটির উদ্বোধন করেন তিনি।
আরও পড়ুন : অভিজ্ঞতা ছাড়াই ডাচ বাংলা ব্যাংকে চাকরি, বেতন ৫০,০০০
রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্সের মাল্টিপারপাস হলে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভাগীয় কমিশনারসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে প্রধানমন্ত্রী রংপুর বিভাগকে উন্নত করতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, নৌকা মার্কায় ভোট দিয়েই রংপুরবাসী এ ধরনের সুযোগগুলো পাচ্ছেন, সেটা ভুললে চলবে না।
ফেসবুকের সাথে কমেন্ট করুন