শ্রম ও কর্মসংস্থান প্রতীমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, শেখ হাসিনার সরকার শ্রমিকবান্ধব। প্রধানমন্ত্রী শ্রমিকদের বেতন ১৬শ থেকে ৩ হাজার করেছিলেন। আবার বেতন গত আমলে ৫৩০০ এবং এবার ৮ হাজার টাকা করেছেন। শেখ হাসিনা সরকার সবসময় শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কাজ করেন। তিনি আরো বলেন, শ্রমিক ঠকানো মালিকদেরকে প্রধানমন্ত্রী একবিন্দু ছাড় দেবেন না।
তিনি বলেন, আমি এই সাত দিনে বুঝলাম যে বর্ধিত বেতন কার্যকরী করা হয়নি অনেক কারখানায়। মালিকদের উচিত শ্রমিকদেরকে সঠিক মজুরি প্রদান করা এবং মজুরি কাঠামোর বাইরে না যাওয়া। শ্রমিক নেতাদের উচিত সরকারকে সবসময় সুবিধা অসুবিধা অবগত করা। তাহলে সরকার উপযুক্ত ব্যাবস্থা নিতে পারবে। বর্তমানে সৃষ্ট শ্রমিক সমস্যা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সমাধান হয়েছে। শ্রমিক নেতাদেরে উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে।
তিনি আরো বলেন, কোনো মালিক যদি ভেবে থাকেন শ্রমিকদেরকে ঠকিয়ে আপনারা পারপেয়ে যাবেন তা হবে না। আপনারা মজুরি কাঠামো অনুযায়ী শ্রমিকদেরকে মজুরি প্রদান করেন।