ডেস্ক রিপোর্ট : ড্রোন প্রযুক্তি ও জিও স্পেশালাইজড ল্যাব ব্যবহারে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। সোমবার আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন। রাষ্ট্রদূতের এই আগ্রহকে স্বাগত জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।
আরও পড়ুন : বাউয়েট ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠিত
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, দক্ষিণ কোরিয়ার বিনিয়োগে ড্রোন তৈরির কারখানা স্থাপন করা হতে পরে হাইটেক পার্কে।
দ্বিপক্ষীয় বৈঠকে হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষসহ আইসিটি অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।