খালেদার প্যারোলে মুক্তির মতো পরিস্থিতি তৈরি হয়নি: হানিফ

ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ১৮:৪৪, ০৭-০৪-১৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলো মুক্তির মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেছেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তি রাজনৈতিক কোনো বিষয় নয়, এটা তো আইনি বিষয়। তবে তার প্যারোলে মক্তির মতো পরিস্থিতি তৈরি হয়নি।

রোববার (৭ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন হানিফ।

মাহবুব-উল আলম হানিফ বলেন, সাধারণত দণ্ডপ্রাপ্ত কারও আত্মীয়-স্বজন মারা গেলে তাকে শেষ দেখার জন্য, শেষকৃত্যের জন্য ও অসুস্থ হলে প্যারোলে মুক্তির বিষয়টি আসে। তবে আমার জানা মতে, তার তেমন কোনো পরিস্থতি তৈরি হয়নি।

সম্প্রতি খালেদা জিয়ার প্যারোলো মুক্তি ও বিদেশে চিকিৎসা নিয়ে নানা মুখি আলোচনা রয়েছে। প্যারোলে মুক্তি নিয়ে তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন এমন আলোচনাও রয়েছে।

গত ১ এপ্রিল চিকিৎসার জন্য খালেদা জিয়াকে পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top