রূপসা প্রতিনিধি, Prabartan | আপডেট: ২২:৫৫, ০৪-০৪-১৯
রূপসায় পরাজিত মহিলা ভাইস চেয়ারম্যানকে তিরস্কার করার ঘটনাকে কেন্দ্র করে হামলা ও পাল্টা হামলায় ৩ জন আহত হয়েছে।
৪ এপ্রিল সকালে উপজেলার আমদাবাদ গ্রামে এঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে আহত উভয় পক্ষকে হাসপাতালে ভর্তি করেছে।
এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ৩ এপ্রিল সন্ধ্যায় আমদাবাদ গ্রামের ইসরাইল খানের ছেলে আমদাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী রাকিবুল ইসলাম ফাহাদ (৩০) উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার লিপির আমদাবাদ বাড়ির সামনে এসে তাকে তিরস্কার করাসহ অশালীন কথা-বার্তা বলতে থাকে।
এ সময় লিপির ছেলে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আরাফাত হোসেন (২৬) বাড়ি থেকে বের হয়ে এর প্রতিবাদ করে। এ নিয়ে কথা কাটকাটির এক পর্যায় উভয়ের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
এ ঘটনার জের ধরে ৪ এপ্রিল সকাল ৯টার দিকে রাকিব দেশীয় অস্ত্র শস্ত্রে ১৫/২০ জনের সঙ্গবদ্ধ দল নিয়ে শাহিনা আক্তার লিপির বাড়িতে হামলা চালায়। এ সময় হামলা-পাল্টা হামলায় ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার লিপি (৪৫), ছেলে আরাফাত হোসেন (২৬) ও রাকিবুল ইসলাম (৩০) গুরুতর আহত হয়। এ সময় শাহিনা আক্তার লিপির বাড়ী ভাংচুর করা হয়। খবর পেয়ে রূপসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার পাশাপাশি আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন জানান, ঘটনার পর আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে অভিযোগের ভিত্তিকে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।