ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ২০:০৩, ০২-০৪-১৯
চীনের পূর্বাঞ্চলের একটি কারখানায় স্ক্র্যাপ মেটাল সংবলিত একটি বাক্স বিস্ফোরিত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে আরও পাঁচজন।
রোববার (৩১ মার্চ) সকালে জিয়াংসু প্রদেশের কুনসান শহরে এ ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ড পাশের একটি ওয়ার্কশপেও ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণের কারণ জানতে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে।
খবরে বলা হয়, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে দেশটিতে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে থাকে।
সর্বশেষ চলতি মাসেই জিয়াংসু প্রদেশের ইয়ানচেং শহরে একটি দাহ্য রাসায়নিক উৎপাদন কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হন ৭৮ জন।