অনলাইনে ভ্যাট প্রদান শুরু

ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ২১:৫৬, ০১-০৪-১৯

অনলাইনে ভ্যাট (ভ্যালু অ্যাডেড ট্যাক্স) বা মূসক (মূল্য সংযোজন কর) প্রদান কার্যক্রমের অংশ হিসেবে আজ সোমবার থেকে প্রথম ধাপে দেশের ১৫৭ প্রতিষ্ঠান অনলাইনে ভ্যাট প্রদানের সুযোগ পাচ্ছে।

গত পাঁচ অর্থবছর থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিটের আওতাধীন দেড় শতাধিক নামিদামি ব্যবসাপ্রতিষ্ঠান মোট আদায়কৃত ভ্যাটে প্রায় ৬০ শতাংশ পরিশোধ করে আসছে। এসব ব্যবসাপ্রতিষ্ঠান আজ সোমবার থেকে অনলাইনে ভ্যাট পরিশোধের সুযোগ পাবে।

এনবিআর সদস্য রেজাউল করিম বলেন, ১ এপ্রিল থেকে এনবিআর অনলাইন কার্যক্রম শুরু করছে। প্রথম ধাপে দেশের বড় মাপের ১৫৭টি প্রতিষ্ঠানকে এর আওতায় আনা হলো। এসব প্রতিষ্ঠান মার্চ মাসের ভ্যাটের রিটার্ন এপ্রিল মাসের ১৫ তারিখের মধ্যে অনলাইনে দাখিল করতে পারবে। এসব ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী ভ্যাট দিচ্ছে কি না, তা এনবিআর কর্মকর্তারা অনলাইনে খতিয়ে দেখতে পারবেন।

এনবিআর সূত্র জানায়, ভ্যাট আইন ২০১২ বাস্তবায়নের অংশ হিসেবে অনলাইনে ভ্যাট প্রদান বাধ্যতামূলক আছে। এনবিআর প্রথম ধাপে দেশের বড় মাপের দেড় শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য অনলাইনে ভ্যাট প্রদানের সুযোগ রেখেছে। এসব ব্যবসাপ্রতিষ্ঠান এরই মধ্যে তাদের বেচাকেনা সম্পর্কিত তথ্য অনলাইনে এনবিআরের তথ্যভাণ্ডারে পৌঁছে দিতে নিজেদের দপ্তরে বিশেষ ধরনের সফটওয়্যার সাজিয়েছে। এ সফটওয়্যারের সঙ্গে এনবিআরের ভ্যাট অনলাইন প্রকল্পের মূল তথ্যভাণ্ডারের যোগাযোগ থাকছে। পাইলট প্রকল্প হিসেবে এনবিআর আজ থেকে এ প্রকল্প চালু করতে যাচ্ছে।

এনবিআর সূত্র জানায়, পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠানের আমদানি-রপ্তানি সম্পর্কিত সব তথ্যও এনবিআর প্রয়োজনে অনলাইনে দেখতে পারবে। ভ্যাট আইন ২০১২ অনুসারে অনলাইনে ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান এক মাসের ভ্যাট পরের মাসের ১৫ তারিখের মধ্যে পরিশোধ বাধ্যতামূলক করেছে। অনলাইনে যুক্ত কোনো ব্যবসাপ্রতিষ্ঠান এক মাসের ভ্যাট পরের মাসের ১৬ তারিখে পরিশোধে সুযোগ পাবে না। এনবিআরসংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনে ওই প্রতিষ্ঠানের অনলাইনের পরিচালিত আমদানি-রপ্তানি, বেচাকেনাসহ সব কার্যক্রম বন্ধ করে দিতে পারবে।

এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘অনলাইনে ভ্যাটসংক্রান্ত সব কার্যক্রম পরিচালনা করা হলে সৎ এবং ভালো ব্যবসায়ী ও তাদের প্রতিষ্ঠানের সুবিধা হবে। কোনো জটিলতা থাকবে না। এতে এনবিআরের সৎ কর্মকর্তাদের কাজের ক্ষেত্র সহজ হলো।’

অনলাইনে ভ্যাট প্রদানের উদ্যোগকে স্বাগত জানিয়ে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, অনলাইনে ভ্যাট দেওয়া হলে অসাধু এনবিআর কর্মকর্তা এবং ভ্যাট ফাঁকিবাজ ব্যবসায়ীরা অনৈতিক লেনদেনের সুযোগ পাবে না। এতে রাজস্ব আদায় বাড়বে। তবে কোনো অবস্থায়ই অনলাইনে ছোট বা মাঝারি ব্যবসায়ীদের এখনই আনা যাবে না। তিনি আরো বলেন, ‘এক মাসের ভ্যাট পরের মাসের ১৫ তারিখের পরে দিলে তা গ্রহণ করা হবে না—এনবিআরের এ নিয়ম পরিবর্তন করতে হবে।’

নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ বলেন, অনলাইনে ভ্যাট প্রদানের সুযোগ দেওয়া হলে ব্যবসায়ীদের জন্য সুবিধা হবে। তবে এ ক্ষেত্রে অবশ্যই ভ্যাটের সর্বোচ্চ হার ৭ শতাংশের বেশি করা উচিত হবে না।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top