পরীক্ষাকেন্দ্রে সাংবাদিকদের উচ্চ স্বরে কথা না বলার অনুরোধ শিক্ষামন্ত্রীর

ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ১৯:১১, ০১-০৪-১৯

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ মন্ত্রণালয় এবং বোর্ডের কর্মকর্তারা। এসময় কেন্দ্রের ভেতরে (কক্ষের বাইরে) দাঁড়িয়ে জোরে কথা না বলার জন্য সাংবাদিকদের ইশারা করেন মন্ত্রী। সোমবার (১ এপ্রিল) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে।

পাবলিক পরীক্ষা শুরুর দিন রেওয়াজ অনুযায়ী শিক্ষামন্ত্রী একটি কেন্দ্র পরিদর্শন করেন। আগে কেন্দ্রের ভেতরে ছবি তোলার নিয়ম থাকলেও এবার তা বন্ধ করা হয়েছে। পরিদর্শনের পর প্রতিবারের মতো আজও শিক্ষামন্ত্রী পরীক্ষার বিষয়ে ব্রিফ করেন।

এরআগে শিক্ষামন্ত্রী কেন্দ্রে পৌঁছে সাংবাদিককের সঙ্গে কথা বলেন। এ সময় কয়েকজন সাংবাদিক কিছুটা জোরে কথা বলে উঠলে শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয় সে জন্য চুপ করার ইশারা করেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন এবং ছাত্রী ৬ লাখ ৮৭ হাজার ৯ জন। দেশের ৯ হাজার ৮১টি প্রতিষ্ঠানের ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন পরীক্ষার্থী ২ হাজার ৫৭৯টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top