ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ১৮:৩৯, ৩১-০৩-১৯
বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে আসা একটি হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
রোববার (৩১ মার্চ) সকালে শরণখোলা উপজেলার তাফালবাড়ি গ্রামের রিপন হাওলাদারের বাড়ি থেকে বনবিভাগ, ওয়াইল্ড টিম, টাইগার টিম ও স্থানীয় লোকজন হরিণটি উদ্ধার করে।
পরে সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কার্যালয়ের পাশে হরিণটি অবমুক্ত করে বনবিভাগ।
সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদিন জানান, ভোলা নদী পার হয়ে লোকালয়ে হরিণ এসেছে এমন খবরের ভিত্তিতে ওয়াইল্ড টিমের ফিল্ড অফিসার মো. আলম হাওলাদার, টাইগার টিমের হাসান মুন্সি, খলিল জমাদ্দার, কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) মহিউদ্দিন ও স্থানীয়দের সহযোগিতায় হরিণটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়। নদী ছোট এবং সুন্দরবনের মতো গাছ-গাছালি থাকায় দলছুট হয়ে হরিণটি হয়তো লোকালয়ে চলে এসেছে।