বাগেরহাটের রামপালে দুই ভাইস চেয়ারম্যন পদে হবে প্রতিদ্বন্দিতা

রামপাল প্রতিনিধি, Prabartan | আপডেট: ০৫:০৯, ৩১-০৩-১৯

আজ বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদ নির্বাচনের চেয়্যারম্যান পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন সাবেক ভাইস চেয়্যারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন ৷

এখানে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের মধ্যে। তালা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা যুবলীগ সভাপতি নূরুল হক লিপন, তার বিপরীতে চশমা প্রতীকে লড়ছেন, সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মেহেদি হাসান মিন্টু ৷

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে লড়ছেন, বর্তমান ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা হোসনেয়ারা মিলি ৷ তার বিপরীতে ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন, একই দলের মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অধ্যাপিকা ছায়রা বেগম ৷

সূত্র মতে, রামপাল উপজেলার মোট ভোট কেন্দ্র ৪৮ টি, ভোটার সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৪৩ জন, অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র ৪১ টি, সাধারণ কেন্দ্র ৭ টি ৷ আজকের এই নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন ৷

রামপাল উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শেখ জাকারিয়া প্রবর্তনকে বলেন, নির্বাচনি সরঞ্জামাদী ইতমধ্যে ভোটকেন্দ্রে পৌঁছে গেছে, সুষ্ঠ এবং স্বাভাবিক পরিবেশে ভোট গ্রহনের জন্যে প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে ৷ কোন প্রকার বিশৃংখলা হলেই সাথে সাথে আমাকে জানালে আমি যথাযথ ব্যাবস্থা গ্রহন করবো ৷

তিনি সকল ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের জন্যে আহ্বান জানান ৷

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top