ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ২১:৫৭, ৩০-০৩-১৯
ঘূর্ণিঝড় ‘ইদাই’ এ প্রাণ হারিয়েছেন দক্ষিণ-পূর্ব আফ্রিকার মোজাম্বিক, জিম্বাবুয়ে এবং মালাওয়ির সাত শতাধিক মানুষ। আহত এবং নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। এর মধ্যে মোজাম্বিকেই প্রাণহানি হয়েছে প্রায় ৪৯৩ জনের।
তবুও যেন মুক্তি মিলছে না আফ্রিকার এ দেশটির মানুষের। কারণ ঘূর্ণিঝড় পরবর্তী কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে মোজাম্বিকে। যা থেকে নতুন করে মৃত্যুর সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (২৯ মার্চ) স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মোজাম্বিকের বন্দর নগরী বেইরায় কলেরায় আক্রান্ত হয়েছেন প্রায় ১৩৮ জন।
তবে রোগটি যাতে ছড়িয়ে যেতে না পরে সে লক্ষ্যে কাজ করছে সরকার ও বিভিন্ন সহায়তা সংস্থা।
দেশটির ভূমি ও পরবেশ মন্ত্রী সেলসো কোরিয়া বলেন, ঘূর্ণিঝড় শেষে মানুষজন কলেরায় আক্রান্ত হতে পারে বলে আমাদের পূর্ব ধারণা ছিল। তাই আগে থেকেই এর মোকাবেলায় প্রস্ততি শুরু হয়েছে। এরইমধ্যে বিভিন্ন স্থানে চিকিৎসক নিয়োগ করা হয়েছে।
কোরিয়া বলেন, চিকিৎসা কেন্দ্রগুলোতে কলেরায় আক্রান্ত হয়ে প্রাণহানি হয়েছে, এখন পর্যন্ত এমন কোনো তথ্য নেই। তবে চিকিৎসা কেন্দ্রের বাইরে এ রোগের উপসর্গে দুই জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
এদিকে আগামী সোমবার (০১ এপ্রিল) দেশটিতে প্রায় ন লাখ কলেরা প্রতিষেধক টিকা এসে পৌঁছাবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কর্মকর্তা তারিক জাসারেভিক।