ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ২২:০১, ৩০-০৩-১৯
পাকিস্তানের পূর্বাঞ্চলীয় ভাকার শহরে সড়ক দুর্ঘটনায় ছয় স্কুলছাত্রীসহ সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, শনিবার (৩০ মার্চ) ছাত্রীরা পরীক্ষা শেষে রিকশায় করে স্কুল থেকে ফিরছিল। সে সময় বাসটি তাদের রিকশাকে ধাক্কা দিলে রিকশায় থাকা ছয় ছাত্রী ও চালক নিহত হন।
এ দুর্ঘটনায় এক ছাত্রী গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের সিনিয়র কর্মকর্তা সাহিস্তা নাদিম।
নাদিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছাবার আগেই বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা।
পাকিস্তানে ট্রাফিক আইন না মানা ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে।