ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ২২:৪০, ২৯-০৩-১৯
নিরাপদ খাদ্যপণ্য সরবরাহে দেশের শীর্ষ প্রতিষ্ঠান হবে বসুন্ধরা গ্রুপ। এমন প্রত্যাশা ও প্রতিশ্রুতির কথা জানালেন শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। তিনি বলেন, ‘নিরাপদ খাদ্যের অভাবে দেশে মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। তাই নিরাপদ খাদ্যপণ্য নিশ্চিত করতে সরকার যেভাবে জোর দিয়েছে তাতে আমাদেরও এগিয়ে আসতে হবে, সচেতনতা বাড়াতে হবে।’
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘পার্টনারস অ্যাওয়ার্ড ২০১৮’ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এসব কথা বলেন। এ সময় গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান, বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডিএমডি বেলায়েত হোসেন ও উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বসুন্ধরা মাল্টি ফুড প্রডাক্টস লিমিটেডের বাল্ক সেলস ডিভিশন এই সম্মাননার আয়োজন করে। এ অনুষ্ঠানের মাধ্যমে দেশের সাতটি ডিভিশনে থেকে সর্বোচ্চ বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনকারী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আকবর সোবহান বলেন, নিরাপদ খাদ্যপণ্যের অভাবেই মানুষের যত রোগ হয়। তাই দেশের মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বসুন্ধরা আরো বেশি পণ্য বাজারে নিয়ে আসবে। কারণ বসুন্ধরা পণ্যের মানে কোনো ছাড় দেয় না। তাই এ ব্র্যান্ডের পণ্যে দেশের মানুষের আস্থাও অনেক বেশি।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘আমরা যাঁদের সঙ্গে ব্যবসা করি তাঁদের শুধু পার্টনার নয়, নিজেদের পরিবারের সদস্য বলে মনে করি। তাঁরা যেমন বসুন্ধরা গ্রুপের সুখে-দুঃখে থাকেন, আমরাও তাঁদের পাশে আছি সব সময়।’
বসুন্ধরা গ্রুপের ব্যবসায় সততার কথা উল্লেখ করে আহমেদ আকবর সোবহান বলেন, ‘দেশের ক্রন্তিকালে কোনো এক বন্যার সময় দেশের কোথাও কোনো গম ছিল। একমাত্র বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহানের কাছে দুই লাখ টন গম ছিল। আমার নির্দেশ ছিল, ওই পণ্য বাড়তি দামে বেচাই যাবে না; বরং কম দামে বিক্রি করতে হবে এবং তাই হয়েছিল। বসুন্ধরা সেই গম কম দামে বিক্রি করেছিল।’
এই নিয়ে দ্বিতীয়বারের মতো বসুন্ধরাই একমাত্র খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে অনাড়ম্বর অনুষ্ঠানে দেশের সাতটি বিভাগের ৭৮ জন ব্যবসায়ীকে সম্মাননা দিয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, এরই মধ্যে ভোগ্যপণ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর লক্ষ্যে গত ‘পার্টনারস অ্যাওয়ার্ড ২০১৭’-এর প্রতিশ্রুতি হিসেবে প্রতিদিন এক হাজার ১৫০ মেট্রিক টন আটা, ময়দা উৎপাদনে সক্ষম প্ল্যান্ট সংযোজিত হয়েছে, পাশাপাশি আরো দুই হাজার মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন প্ল্যান্ট সংযোজিত হবে।
মূল পর্বের শুরুতেই বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের বাল্ক সেলসের প্রধান রেদোয়ানুর রহমান অনুষ্ঠানে আসা অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা (মানবসম্পদ প্রধান, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ), জেড এম আহমেদ প্রিন্স (হেড অব বিজনেস ডেভেলপমেন্ট, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ), বেলাল হোসেইন (জিএম, অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ এবং বসুন্ধরা মাল্টি ফুড), সাদ তানভীর (মানবসম্পদ এবং লজিস্টিক প্রধান, প্ল্যান্ট), নাজমুল হাবিব (ডেপুটি জেনারেল ম্যানেজার, প্ল্যান্ট অপারেশন)-সহ বসুন্ধরা ফুডের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।