নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

বিজ্ঞপ্তি*, Prabartan | আপডেট: ১৯:৩৪, ২৭-০৩-১৯

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমূখর পরেিবশে উদযাপিত হয়েছে।

সকাল ৮:৩০ টায় র‌্যালী সহকারে গল্লামারী স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনিবার্য কারণবশতঃ অনুষ্ঠানের প্রধান অতিথি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এর অনুপস্থিতিতে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তারাপদ ভৌমিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার কাজী মোঃ আহসানুল্লাহ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাধারণ নেতৃত্ব ও অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তিনি স্বাধীন বাংলাদেশের অভ্যূদয় ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিস্তারিত আলোচনা করেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান।

তিনি সকল শ্রেণী পেশার মানুষের বাংলাদেশের সঠিক ইতিহাস চর্চার বিষয়ে গুরুত্বারোপ করেন।

বক্তারা স্বাধীনতা দিবসের তাৎপর্য বিশ্লেষণ করেন এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে পরিণত হয়ে দায়িত্বশীল সুনাগরিক হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধানসহ বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্রী জুয়েন ইসলাম ঐশী ও কম্পিউটার সায়েন্স এ্যান্ড বিভাগের ছাত্রী সুমাইয়া বিনতে মাইশা।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top