ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ১৬:২৯, ২৬-০৩-১৯
মহান স্বাধীনতা দিবসে এবার বিশ্ব সেরা ক্লাব বার্সেলোনাও বাংলাদেশকে শুভেচ্ছা জানালো। ২৬ মার্চ (মঙ্গলবার) বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবসে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট করে।
বাংলাদেশের পতাকা আঁকা একটি ছবির সঙ্গে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও ফিলিপে কৌতিনহোদের উল্লাস করতে দেখা যায়। ছবিতে খেলা ছিল, আমাদের সকল বাংলাদেশি সমর্থকদের প্রতি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ছবির ওপরে ক্যাপশনে বাংলাদেশের পতাকা ও দুটি ‘হার্ট’ এর ইমোজি ছিল।
এই পোস্টের কমেন্টে হাজারো সমর্থক বার্সেলোনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে স্পেনের পেশাদার ফুটবল লিগ- লা লিগা। দিনটি উপলক্ষে লা লিগা তার নিজস্ব ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে।