ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ১৫:০৭, ২৪-০৩-১৯
পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় এসএসসি পরীক্ষার্থীসহ চার ‘ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটক চারজন হলেন- আবির হোসেন, রুবেল আলম, বোরহান উদ্দিন এবং এসএসসি পরীক্ষার্থী মো. ইমরান।
রোববার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে পটিয়ার কেলিশহর ইউনিয়নের পূর্ব রতনপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান, ওই চার ব্যক্তি ভোটার নন। এরপরেও জাল ভোট দিতে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এজন্য তাদের আটক করা হয়েছে।
তিনি জানান, উপজেলা পরিষদ নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনিয়ম কিংবা বিশৃঙ্খলা আমরা বরদাশত করবো না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।