নিজস্ব প্রতিবেদক, Prabartan | আপডেট: ২১:৫১, ২৩-০৩-১৯
খুলনা সরকারি কলেজে ছাত্রীকে উত্যক্তের অভিযোগে এক বখাটের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৩ মার্চ) বিকাল ৪টার নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী নাহিদ ইভা এ আদেশ দেন।
জানা গেছে, খুলনা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোল্লা আমীর হোসেন এর অভিযোগের ভিত্তিতে ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশনা মোতাবেক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় ভিক্টিমের বক্তব্য ও সিসিটিভি ফুটেজ এর মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে শালীনতা নষ্টের অভিপ্রায়ে আক্রমণের অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্তকে দন্ডবিধি ১৮৬০ এর ৩৫৪ ধারার অপরাধে ১২ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে।