‘চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার পর’ বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ২২:২৩, ২৩-০৩-১৯

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে ওই বাসের হেলপারের বিরুদ্ধে। বাসের ভেতরে বচসাকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় মৌলভীবাজারে সিলেট-ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটেছে।

জানাগেছে, নিহত ছাত্রের নাম ওয়াসিম আদনান। বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলোজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ওয়াসিমের বাবার নাম আবু জাহের মাহবুব ও মায়ের নাম ডা. মিনা পারভিন।

শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক বলেন, ওয়াসিম ও তার কয়েকজন বন্ধু হবিগঞ্জে একটি বিয়ের নিমন্ত্রণ থেকে ‘উদার পরিবহন’র একটি বাসে চড়ে তাদের বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন। সন্ধ্যা ৬টার দিকে বাস ড্রাইভার ও হেলপারের সঙ্গে ভাড়া নিয়ে তাদের বচসা হয়। এক পর্যায়ে ওয়াসিমকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলে ওই বাসের নিচেই তিনি পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

ঘটনার সময় উপস্থিত ওয়াসিমের বন্ধু শিপলু রায় বলেন, আহত অবস্থায় ওয়াসিমকে দ্রুত সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ওসমানীনগরের বেগমগঞ্জ এলাকা থেকে পরে বাসটিকে জব্দ করা হয়েছে। তবে ততক্ষণে চালক ও তার সহকারী পালিয়ে যান।

এই ঘটনার বিচারের দাবিতে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের জড়ো হয়েছেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top