ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ১৯:৫৩, ২০-০৩-১৯
সার্বিকভাবে চিকিৎসা সেবায় বাংলাদেশ ভারতের থেকে অনেকগুন এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রী জাহিদ মালেক।
আজ বুধবার(২০ মার্চ) ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে-২০১৯ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
এসময় মন্ত্রী বলেন,জননেত্রী শেখ হাসিনার হাত ধরে স্বাস্থ্যখাতে যে উন্নতি হয়েছে তার একাটা বড় ছোয়া লেগেছে ডেন্টাল খাতে। আগে একটা সময় মানুষ এদেশে দাতের সু-কিচিকিৎসা পেতেন না কিন্তু আওয়ামীলীগ সরকার আসার পর থেকে এই চিকিৎসাসেবা সাধারন মানুষের দোরগোড়ায় পৌঁছেছে।
বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সাধারন সম্পাদক প্রফেসর ডা. হুমায়ুন কবির বুলবুলের বাংলাদেশে একটি ডেন্টাল বিশ্ববিদ্যালয়ের দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, স্বাস্থ্য সেবা মান উন্নয়নে সরকার বিভিন্ন ইন্সটিটিউট যেমন,ইএনটি,ক্যান্সারসহ অনেক গবেষণা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। সুতরাং বিশ্ববিদ্যালয়ের আগে একটি বিশেষায়িত ডেন্টাল ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা হবে।
মুখ ও দাতের ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির তাগিত দেন মন্ত্রী।