রামপাল প্রতিনিধি, Prabartan | আপডেট: ২১:৩৮, ২০-০৩-১৯
বাগেরহাটের রামপালে নানা আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বুধবার (২০ মার্চ) সকাল ১১ টায় রামপাল উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা, শিক্ষার্থীদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা হামদ-নাত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল প্রেসক্লাব সেক্রেটারী সাইফুল আলম বকতিয়ার সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।