ডুমুরিয়া প্রতিনিধি, Prabartan | আপডেট: ২১:৩১, ২০-০৩-১৯
ডুমুরিয়ায় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মোস্তফা সরোয়ার মঙ্গলবার দিনব্যাপি উপজেলার শোভনা,মাগুরখালীসহ বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ ও পথসভা করেন।
তিনি শোভনার গাবতলা, শিবপুর,কদমতলা, জিয়েলতলা, শিবনগর, কাঠালিয়া,বারুইকাঠি সহ বিভিন্ন বাজারে হাটসভা ও পথসভায় বক্তব্যদেন।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,অবৈধ কালো টাকার প্রভাব ও পেশী শক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। নৌকা প্রতীককে বিজয় করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এসময় সাথে ছিলেন কেন্দ্রীয় আ’লীগনেতা নুরুল ইসলাম বাদশা,শেখ রবিউল ইসলাম,ডাঃ মনিন্দ্রনাথ মল্লিক, সিদ্দিকুর রহমান মুকুল, টুটুল কুন্ডু,গাজী সোহেল আহমেদ লিটন প্রমূখ।