ডেস্ক রিপোর্ট, Prabartan | আপডেট: ১৮:১৩, ১৯-০৩-১৯
নাইকো দুর্নীতি মামলার নথিপত্র চেয়ে বেগম জিয়ার আবেদন খারিজ করেছেন আদালত। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরানো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার ৯ নং বিশেষ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন।
একই সাথে এ মামলার অভিযোগ গঠনের শুনানি জন্য আগামী পহেলা এপ্রিল পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এ দিন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ছিলো। কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৪ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
এদিকে বেগম জিয়া খুবই অসুস্থ এবং সকালে বমি করেছেন উল্লেখ করে ব্যক্তিগত চিকিৎসক দিয়ে দ্রুত চিকিৎসার দাবি জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর