ডুমুরিয়া প্রতিনিধ, prabartan | প্রকাশিত: ১৯:৫১, ১৬- ০৩-১৯
ডুমুরিয়ায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় মনোনীত নৌকা মার্কায় চেয়ারম্যান প্রার্থী মোঃ মোস্তফা সরোয়ারের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মার্চ) সকালে নাগমা সিনেমা হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল খোকন।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগনেতা এ্যাড, রবীন্দ্রনাথ মন্ডল। জেলা পরিষদ সদস্য ও আ’লীগনেতা সরদার আবু সালেহ’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আ’লীগনেতা ও সাবেক অতিরিক্ত সচিব সরদার ইলিয়াস হোসেন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোস্তফা সরোয়ার, ইউপি চেয়ারম্যান এ্যাড, প্রতাপ কুমার রায়, শেখ রবিউল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ নেতা ডাঃ রতন কুমার কুন্ডু, যুবলীগনেতা এ্যাড, আশরাফুল আলম রাজু, মহিলা যুবলীগ সাধারন সম্পাদক বিভা রানী বিশ্বাস, অধ্যাপক খলিলুর রহমান, বিরাজ কান্তি মল্লিক, নারায়ন চন্দ্র মল্লিক, ছাত্রলীগ নেতা সোহেল আহমেদ লিটন ও মাহবুব আলম খালিদ।
সভায় বক্তারা আ’লীগ মনোনীত প্রার্থী মোস্তফা সরোয়ারকে নৌকা প্রতীকে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। সভা শেষে মোস্তফা কামাল খোকনকে আহবায়ক ও সরদার আবু সালেহ কে সদস্য সচিব করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সভায় উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।