ডেস্ক রিপোর্ট, prabartan | প্রকাশিত: ১৫:১৫, ১৬- ০৩-১৯
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ নবনির্বাচিত নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবন গণভবনে যাচ্ছেন।
শনিবার (১৬ মার্চ) বেলা ২টা ৫০ মিনিটে নুর নিজেই এ তথ্য জানান। তিনি বলেন, আমরা এখন গণভবনের পথে রয়েছি। স্বতন্ত্র থেকে যারা নির্বাচিত হয়েছি, তারা আলাদাভাবে যাচ্ছি।
অন্যদিকে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ থেকে যারা ডাকসু ও হল সংসদে নির্বাচিত হয়েছেন, তারা বিশ্ববিদ্যালয়ের লাল বাসে করে গণভবন অভিমুখে রওনা দিয়েছেন বলে সংগঠনটির সংশ্লিষ্টরা জানিয়েছেন।