ডেস্ক রিপোর্ট, prabartan | প্রকাশিত: ২০:০৫, ১৬- ০৩-১৯
নিউজিল্যান্ডে মসজিদে হামলার পর সেখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দেরিতে উপস্থিতি দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন, বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
শনিবার (১৬ মার্চ) রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক।
তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেন, একটি মসজিদে হামলা করার পর তিন কিলোমিটার দূরের আরো একটি মসজিদে হামলা হবার পরও নিউজিল্যান্ডের পুলিশ সেখানে স্বল্প সময়ে পৌঁছাতে পারেনি। ব্যাপারটি দুঃখজনক।
তিনি আরো বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই এ ব্যাপারে প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জন করেছে। প্রয়োজনে তারা আমাদের বাহিনী থেকেও পরামর্শ নিতে পারে।