বিজ্ঞপ্তি, prabartan | প্রকাশিত: ২১:৪১, ১৩- ০৩-১৯
ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে সাংবাদিক এবং শিশু সুরক্ষা ফোরামের অংশগ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অগ্রগতি সংস্থা’র আয়োজনে, টেরেডেস হোমস নেদারল্যান্ডস’র সহযোগীতায় বুধবার সকালে তালার ত্রিশমাইলে অগ্রগতি সংস্থার প্রশিক্ষন কক্ষে সভাটির আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ।
অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার শফিউল আলম’র পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস। মূল বিষয় উপস্থাপন করেন, সিকোট প্রকল্প ব্যবস্থাপক দেবব্রত অধিকারী। বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, সাবেক সাধারন সম্পাদক এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সিনিয়র সাংবাদিক আসাদ আছাদুজ্জামান, ইব্রাহিম খলিল, এম. ইদিউজ্জামান ইদ্রীস, আমিনা বিলকিস ময়না, কৃষ্ণ ব্যনাজ্জী, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, শিশু সুরক্ষা ফোরামের সদস্য পল্লবী সরকার, শফিউদ্দীন ময়না, মনিরুল ইসলাম, তাসলিমা খাতুন ও ইদ্রিস আলী প্রমুখ।
সভায়, অনলাইনে শিশুদের যৌন নির্যাতন এর ধরন, প্রতিরোধ, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন, অনলাইনে শিশুদের যৌন নির্যাতন বন্ধে সামাজিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধির উপর আলোচনা হয়।