শোভনকে ‘সন্ত্রাসী’ বলে ছবি তুলতে রাজি হলেন না অরণি

ডেস্ক রিপোর্ট, prabartan | প্রকাশিত: ২১:৫৫, ১২- ০৩-১৯

নব নির্বাচিত ডাকসু ভিপি নুরুল হক নুরুকে শুভেচ্ছা জানাতে টিএসসি অডিটেরিয়ামের মঞ্চে উঠেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভন। সেখানে নুরুর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর কোলাকুলি করেন শোভন। এরপর স্বতন্ত্র জোট থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অরণি সেমন্তি খানসহ অন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গেলে ফিরিয়ে দেন তারা। অরণি বলেন, ‘সন্ত্রাসীর সঙ্গে ছবি তুলি না।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকসু নির্বাচনের পরদিন মঙ্গলবার (১২ মার্চ) বিকেল ৪ টার দিকে নুরুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে টিএসসির অডেটেরিয়ামের মঞ্চ থেকে নেমে আসেন শোভন। কিছুদূর এগিয়ে গেলেও ঘুরে আবার মঞ্চে ওঠেন তিনি। মঞ্চের শেষ প্রান্তে বসা অরণির সামনে দাঁড়িয়ে শোভন হাত বাড়িয়ে দিলে হাত মেলান তিনি।  এরপর সেখানে ছাত্রলীগের এক কর্মী শোভন, অরণিসহ অন্যদের ছবি তুলতে চান। তখন অরণি বলে ওঠেন, ‘না ভাই, কালকে (১১ মার্চ) রোকেয়া হলে এই লোক নিজে বলছে মার, ধর, ( মোবাইল ফোন দেখিয়ে বলেন) আমার কাছে এভিডেন্স আছে। এই লোকের সঙ্গে ছবি তুলবো না। আমার রুচি এত খারাপ হয় নাই।’ সঙ্গে সঙ্গে শোভন তার সঙ্গীদের নিয়ে সেখান থেকে চলে যান।  পেছন থেকে অরণি তখনও বলতে থাকেন ‘সন্ত্রাসীদের সঙ্গে ছবি তুলি না।’ না। শোভন চলে গেলে অরণির সঙ্গীরা করতালি দিয়ে তার সিদ্ধান্তকে স্বাগত জানান।

ভিডিও দেখুন:

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top