ডেস্ক রিপোর্ট, prabartan | প্রকাশিত: ০৩:৪৫, ১২- ০৩-১৯
দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) হলেন বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর। এর মধ্য দিয়ে ২৫তম ভিপি হিসেবে ডাকসুর গৌরবমাখা ইতিহাসের অংশ হলেন তিনি।
তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন সম্মিলিত শিক্ষার্থী সংসদের ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।
সোমবার (১১ মার্চ) দিবাগত রাত ৩টা ২৪ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে নূরুল হক নূর পান ১১ হাজার ৬২ ভোট। নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র। ২০১৩–১৪ শিক্ষাবর্ষে এ শিক্ষার্থী হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক ছাত্র ছিলেন। কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে দেশব্যাপী আলোচনায় আসেন। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এ যুগ্ম-আহ্বায়ক আন্দোলন করার কারণে ছাত্রলীগের হাতে ব্যাপক মারধরের শিকার হন। তিনি পটুয়াখালীতে জন্ম গ্রহণ করেন।
ডাকসু নির্বাচন – ফলাফল
ক্রমিক নং | ভিপি | জিএস | এজিএস |
১ | নুরুল হক নূর | গোলাম রাব্বানী | সাদ্দাম হোসেন |
হল সংসদ নির্বাচনের ফলাফল |
ক্রমিক নং | হল | ভিপি | জিএস | এজিএস |
১ | কবি সুফিয়া কামাল হল | তানজিনা আক্তার সোমা (স্বতন্ত্র) | মনিরা শারমিন (স্বতন্ত্র) | |
২ | বিজয় একাত্তর হল | সজিবুর রহমান (বাংলাদেশ ছাত্রলীগ) | নাজমুল হাসান নিশান (বাংলাদেশ ছাত্রলীগ) | মুহাম্মদ আবু ইউনুস (বাংলাদেশ ছাত্রলীগ) |
৩ | বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল | রিকি হায়দার আশা (স্বতন্ত্র) | সারা বিনতে জামাল (বাংলাদেশ ছাত্রলীগ) | সাবরিনা খাতুন (বাংলাদেশ ছাত্রলীগ) |
৪ | অমর একুশে হল | মেহেদী হাসান শিমুল (স্বতন্ত্র) | আহসান হাবিব ( বাংলাদেশ ছাত্রলীগ | আলিফ আল আহমেদ (বাংলাদেশ ছাত্রলীগ) |
৫ | বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল | সুস্মিতা কুণ্ডু (স্বতন্ত্র) | সাগুপ্তা বুশরা (স্বতন্ত্র) | |
৬ | মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল | শরিফুল ইসলাম শাকিল (বাংলাদেশ ছাত্রলীগ) | হাসিবুল হোসেন শান্ত (বাংলাদেশ ছাত্রলীগ) | আব্দুল্লাহ আলমুমিন আবির (ছাত্রলীগ) |
৭ | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল | আকমল হোসেন(বাংলাদেশ ছাত্রলীগ) | মেহেদী হাসান শান্ত (বাংলাদেশ ছাত্রলীগ) | জুলফিকার হাসান ( বাংলাদেশ ছাত্রলীগ) |
৮ | স্যার এ. এফ. রহমান হল | আব্দুল আলীম খান (বাংলাদেশ ছাত্রলীগ) | আব্দুল রহিম (বাংলাদেশ ছাত্রলীগ) | আল আমিন(বাংলাদেশ ছাত্রলীগ) |
৯ | কবি জসিম উদ্দীন হল | ফরহাদ হোসেন (বাংলাদেশ ছাত্রলীগ) | ইমাম হাসান (বাংলাদেশ ছাত্রলীগ) | সাইফুল ইসলাম (বাংলাদেশ ছাত্রলীগ) |
১০ | শামসুন নাহার হল | শেখ তাসনিম আফরোজ | আফসানা ছপা | ফাতিমা আক্তার |
১১ | হাজী মুহম্মদ মুহসীন হল | শহিদুল হক শিশির (বাংলাদেশ ছাত্রলীগ) | মেহেদী হাসান মিজান (বাংলাদেশ ছাত্রলীগ) | সাদিল আব্বাস ( বাংলাদেশ ছাত্রলীগ) |
১২ | মাস্টারদা সূর্যসেন হল | মারিয়াম জাহান খান সোহান (বাংলাদেশ ছাত্রলীগ) | সিয়াম রহমান (বাংলাদেশ ছাত্রলীগ) | এম মোরশেদ সালাম (বাংলাদেশ ছাত্রলীগ) |
১৩ | রোকেয়া হল | |||
১৪ | শহীদ সার্জেন্ট জহুরুল হক হল | সাইফুল্লাহ আব্বাসী (বাংলাদেশ ছাত্রলীগ) | তৌফিকুল ইসলাম (স্বতন্ত্র) | সুরাপ মিয়া ( বাংলাদেশ ছাত্রলীগ) |
১৫ | ফজলুল হক মুসলিম হল | তমাল(বাংলাদেশ ছাত্রলীগ,বিদ্রোহী) | মাহফুজুর রহমান(বাংলাদেশ ছাত্রলীগ) | সাহিনুর রহমান(বাংলাদেশ ছাত্রলীগ) |
১৬ | জগন্নাথ হল | উৎপল বিশ্বাস ( বাংলাদেশ ছাত্রলীগ) | কাজল দাশ ( বাংলাদেশ ছাত্রলীগ) | অতুনু বর্মন (বাংলাদেশ ছাত্রলীগ) |
১৭ | ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ্ হল | হোসাইন আহমদ সোহান (বাংলাদেশ ছাত্রলীগ) | ইরফানুল হাই সৌরব (বাংলাদেশ ছাত্রলীগ) | |
১৮ | সলিমুল্লাহ মুসলিম হল | এম এম কামাল (বাংলাদেশ ছাত্রলীগ) | জুলিয়াস সিজার (বাংলাদেশ ছাত্রলীগ) | নওশের (বাংলাদেশ ছাত্রলীগ) |