ডাকসু নির্বাচনের ফল বাতিল না করলে মঙ্গলবার ক্লাস-পরীক্ষা বর্জন

ডেস্ক রিপোর্ট, prabartan | প্রকাশিত: ২১:০৯, ১১- ০৩-১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল বাতিল না করলে মঙ্গলবার ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়েছে। নির্বাচনের পর সোমবার বিকেলে সিনেট ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তা মাহফুজুর রহমানের কাছে নির্বাচনে ভোট কারচুপির লিখিত অভিযোগ জানিয়ে এই ঘোষণা দেন ছাত্রদল, বাম সংগঠন ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা।

পরে সিনেট ভবন থেকে মিছিল করে রাজু ভাস্কর্যের সামনে আসেন ভোট বর্জন করা পাঁচটি প্যানেলের প্রার্থীরা। এ সময় তাঁরা ডাকসুর পুনর্নির্বাচনেরও দাবি জানান। সেখানে ভোট বর্জনকারীদের পক্ষে প্রগতিশীল ছাত্র ঐক্যের সহসভাপতি প্রার্থী লিটন নন্দী বলেন, ‘প্রহসনের এই নির্বাচন ছাত্রসমাজ মানে না। আজ রাতের মধ্যে ফল বাতিল না করলে কাল (মঙ্গলবার) সকাল ১০টা থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।’

কর্মসূচি ঘোষণার সময় স্বতন্ত্র জোটের ভিপি প্রার্থী অরনী সেমন্তী খান, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষে জিএস প্রার্থী রাশেদ খান, ছাত্র ফেডারেশন সমর্থিত স্বতন্ত্র জোটের জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজির, স্বাধিকার স্বতন্ত্র পরিষদের জিএস প্রার্থী এ আর এম আসিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top