ডেস্ক রিপোর্ট, prabartan | প্রকাশিত: ২১:৩৪, ০৯- ০৩-১৯
২২ মার্চ থেকে শারজাহতে শুরু হচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ। শোনা যাচ্ছিল, এই সিরিজেই দলে ফিরতে যাচ্ছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। তবে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে তাদের দুজনের কেউ থাকছেন না।
শুক্রবার পাকিস্তানের বিপক্ষের সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়নি নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাওয়া অজি সাবেক অধিনায়ক ও সহ-অধিনায়ককে। এ বিষয়ে নির্বাচক কমিটির চেয়ারম্যান ট্রেভর হন্স বলেছেন, ‘স্টিভ ও ডেভিডের নিষেধাজ্ঞা ২৮ মার্চ শেষ হবে। তারা দুজন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তাদের জন্য সবচেয়ে ভালো হবে ২৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে খেলা। যেখানে বিশ্বের সেরা সেরা খেলোয়াড়দের অনেক প্রতিদ্বন্দ্বিতা হয়। ডেভিড সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবে। আর স্টিভ খেলবে রাজস্থান রয়্যালসের হয়ে। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের দুজন এবং তাদের ক্লাবের সঙ্গে সব সময় যোগাযোগ রাখবে। ওয়ানডে বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজকে সামনে রেখে তাদের অগ্রগতি ও উন্নতি আমাদের পর্যবেক্ষণে থাকবে।’
দলে জায়গা হয়নি মিচেল স্টার্কেরও। তার বিষয়ে হন্স বলেছেন, ‘স্টার্ক ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠেনি। বল করার সময় এখনো তার কিছুটা সমস্যা হচ্ছে। সে কারণে তাকে পাকিস্তানের বিপক্ষের সিরিজে রাখা হয়নি। তবে আমাদের লক্ষ্য হচ্ছে বিশ্বকাপের আগে স্টার্ককে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়া।’
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড:
অ্যারোন ফিঞ্চ (অধিনায়ক), আলেক্স চ্যারি (সহ-অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), জ্যাসন বেহেরেনফোর্ড, নাথান কাল্টার নীল, পিটার হ্যান্ডসকম, উসমান খাজা, নাথান লায়ন, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, মার্কাস স্টয়েনিস, অ্যাস্টন টার্নার ও অ্যাডাম জাম্পা।