হিজাবের নামে নারীরা নিজেদের বন্দি করে ফেলছে : রেলপথ মন্ত্রী

ডেস্ক রিপোর্ট, prabartan | প্রকাশিত: ১৯:০৮, ০৮- ০৩-১৯

রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি-জামায়াত ধর্মের কথা বলে নারীদের ঘরের কোণে আটকে রাখার চেষ্টা করেছে। হিজাবের নামে নারীরা নিজেরাই নিজেদের বন্দি করে ফেলছে। এর মধ্যেও সূক্ষ্ম ধর্মীয় প্রচারণা রয়েছে। এটি এখন বাংলাদেশের প্রত্যেক জায়গায় শুরু হয়েছে।

জামায়াতের একদল আছে যাদের চোখ ছাড়া কিছুই দেখা যায় না। এসব পোশাকের সাথে ধর্মের বড় ধরনের সম্পর্ক আছে বলে আমি মনে করি না। বোরকা পড়ে অনেক নারী অপরাধ করছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) দুপুরে পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নারীরাই নারীদের দ্বারা বেশি নির্যাতনের শিকার হচ্ছে। তাই নারীদের নিজেদের অধিকার রক্ষার জন্য নিজেদেরকেই এগিয়ে আসতে হবে। সেই সাথে নারীদের সুশিক্ষার ব্যবস্থা করতে হবে। নারীদের মধ্যে যতই শিক্ষার আলো প্রবেশ করবে ততই তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বৈরী পরিবেশের মধ্যেই কার্যকর অনেকগুলো কর্মসূচি বাস্তবায়ন করছেন। স্থানীয় সরকার থেকে জাতীয় সংসদ পর্যন্ত নারীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করেছেন। পুলিশ, প্রশাসন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনীতে নারীরা পুরুষের সমান অবদান রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে। নারী পুরুষ বৈষম্যহীন সমাজ গঠনে তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, কোটা আন্দোলনে নারীদেরই ক্ষতি হয়েছে। নারীরা বলতে পারতো তাদের কোটা রাখতে হবে। কিন্তু তারাই আন্দোলনে নেমেছে। তাই কোটা বাদ দেয়া হয়েছে।

পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কানাই লাল কুণ্ডু, পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ, সিভিল সার্জন ডা. নিজামউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে মন্ত্রী রঙিন বেলুন উড়িয়ে দিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন। মেলায় নারীদের তৈরি হস্তশিল্প সামগ্রী নিয়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ১০টি স্টল অংশ নেয়।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top